করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন দেশের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা৷ সোমবার সেই করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্পষ্ট জানিয়ে দিলেন, করোনা যোদ্ধাদের কোনও রকম হেনস্থা, দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না৷
বেঙ্গালুরুতে রাজীব গান্ধি হেল্থ ইউনিভার্সিটি-র একটি অনুষ্ঠানে ভিডিও বার্তায় মোদি বলেন, ‘ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা হলেন উর্দিহীন সৈনিক৷ এই যুদ্ধটি হল, অদৃশ্য শত্রু বনাম অদৃশ্য যোদ্ধাদের৷ কিছু মানুষের বিকৃত চিন্তাভাবনার জেরে এই করোনা যোদ্ধাদের নানা ভাবে হেনস্থা হতে হচ্ছে৷ আমি স্পষ্ট জানাতে চাই, করোনা যোদ্ধাদের বিরুদ্ধে কোনও রকম হিংসা, খারাপ ব্যবহার বরদাস্ত করা হবে না৷’
প্যারামেডিক্যাল স্টাফ কমে যাওয়ার সমস্যা মেটাতে সরকার একটি আইন পাস করবে বলেও জানান প্রধানমন্ত্রী৷ করোনা সংক্রমণ রুখতে টেলিমেডিসিন নিয়ে আলোচনা চান প্রধানমন্ত্রী৷ মেডিক্যাল সেক্টরে দেশীয় দ্রব্য ও প্রযুক্তগত সরঞ্জাম ব্যবহার বাড়ানোর উপরেও জোর দেন তিনি৷
মোদী বলেন, ‘আমাদের দেশীয় সংস্থাগুলি ব্যবক্তিগত সুরক্ষার সরঞ্জাম তৈরি করছে৷ করোনা যোদ্ধাদের ১ কোটি পিপিই কিট জোগান দিয়েছে৷ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছেন ১২ কোটি মানুষ৷ এই সবই দেশের মানুষকে করোনা যুদ্ধে জয়ী করবে৷’
Be the first to comment