চিরন্তন ব্যানার্জি :- মাওবাদী পর্ব থেকেই ছত্রধর মাহাতো তৃণমূলে আছেন এই দাবি করেছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত চার বছর আগে তৃণমূলের রাজ্য কমিটিতেও স্থান পায় মাও নেতা ছত্রধর মাহাতো। এবার চার বছর পর একুশের সভামঞ্চে আমন্ত্রণ পেলেন ছত্রধর। সূত্রের খবর, দলের রাজ্য কার্যালয় থেকে ছত্রধরের সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, দলের তরফ থেকে কয়েক বার ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্দিষ্ট স্থান থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতেও বলা হয়েছে। তবে তিনি সভা মঞ্চে থাকবেন কি না তা এখনো জানা যায় নি। তবে তৃণমূল সূত্রে খবর, তাঁর সভাস্থলে যাওয়ার সম্ভবনা প্রবল। প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর জেলবন্দি থাকার কারণে আগে কখনও ২১ জুলাইয়ের সমাবেশে যাওয়ার সুযোগ হয়নি ছত্রধরের। কিন্তু ২০২১-এর ভোট প্রচারেও ছত্রধর ছিলেন। লালগড়ে হুইল চেয়ারে বসা মমতার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন তিনি। তবে সে বছর ২৭ মার্চ ঝাড়গ্রামে ভোট মিটতেই গভীর রাতে বাড়ি থেকে ছত্রধরকে গ্রেফতার করে এনআইএ। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। অবশেষে চব্বিশে’র একুশে’র মঞ্চে ডাক পেলেন ছত্রধর।
Be the first to comment