বেশ কয়েকদিন ধরে ধোঁয়াশার চাদরে ঢেকেছিল শহর। কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে। অবশেষে কিছুটা স্বস্তি দিয়ে রাতভর বৃষ্টিতে ভিজল রাজধানী শহর দিল্লির রাজপথ। বৃষ্টির জেরে স্বাভাবিকভাবেই কমেছে দূষণের মাত্রা। দিল্লিবাসী কিছুটা হলেও অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পেয়েছে । প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ধোঁয়াশায় মুড়েছিল দিল্লির আকাশ। দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত হয়েছে রেল পরিষেবা। প্রতিদিনই দেরিতে চলছে বহু ট্রেন। বাতিলও হয়েছে। মাত্রাতিরিক্ত দূষণের জেরে দিল্লি সরকারের তরফে জনস্বাস্থ্যের দিক থেকে জরুরি অবস্থা জারি করা হয়। এ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্টও। কিন্তু বৃহস্পতিবারের পর বিগত কয়েকদিনের চেনা ছবিটা একটু হলেও বদলাল। স্বস্তি মিলল শহরবাসীর।
Be the first to comment