রোজদিন ডেস্ক :- দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের আনন্দপুর থানা,এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার থানার ওসি দ্বয় কে এই ভোটের মধ্যেই বদল করা হলো।
কমিশনের তরফে ওই দুই থানার ওসি কে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ভোটের কাজেও ওই দুই ওসি র ভূমিকা থাকবেনা। তাঁদের পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো হবে।
কমিশনের হঠাৎ করে এই ওসি বদলের সিদ্ধান্তে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সম্ভবত ওই দুই কেন্দ্রে শেষ দফায় অর্থাৎ ১ জুন নির্বাচন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই আনন্দপুরে বি জে পি কর্মী কে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরূদ্ধে। ওখানকার বি জে পি প্রার্থী দেবশ্রী চৌধুরী পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভে বসেছিলেন।
এই ব্যাপারে কমিশনেও জানিয়েছিলেন দেবশ্রী।
হয়তো এই কারণেই কমিশন এই সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত শুক্রবারও বর্ধমানের সভা থেকে কমিশনের বিরুদ্ধে বি জে পি র হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ” বি জে পি কে জেতাতে উঠে পড়ে লেগেছে কমিশন। সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে।”
Be the first to comment