কিছুদিন আগেই কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এবার এই মামলায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখযোগ্যভাবে, তাঁকেও দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর দিল্লিতে মলয় ঘটককে হাজিরা দেওয়ার কথা জানিয়েছে ইডি।
কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা নারুলাকে তলব করেছিল ইডি। বুধবার, ১ সেপ্টেম্বর রুজিরা এবং ৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও দিল্লিতে উপস্থিত থাকছেন না রুজিরা। তিনি ই-মেইল মারফত জানিয়েছেন তাঁর ছোট দুই সন্তান রয়েছে। এই কোভিডড পরিস্থিতিতে তাঁদের নিয়ে দিল্লিতে যাওয়া কোনওভাবেই সম্ভব হবে না। তদন্তের স্বার্থে কলকাতায় তাঁর বাড়িতে এসে জেরা করতে পারেন তদন্তকারীরা।
এদিকে বুধবারই দিল্লি উড়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ইডির তলবের সঙ্গে এই দিল্লি যাত্রার আদৌ কোনও যোগাযোগ রয়েছে কিনা , সেই বিষয়ে কিছু জানাননি তিনি। এই বিষয়ে তৃণমূলের তরফেও কিছু জানানো হয়নি।
Be the first to comment