বৃষ্টি চলবে। আগামি ৪৮ ঘণ্টায় রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সোমবার সকাল থেকেই চলছে টিপটিপে বৃষ্টি। শহরের একাধিক রাস্তা জলমগ্ন। অবস্থা বিবেচনা করে মঙ্গলবারের দিঘা সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে বসে রাজ্যের পরিস্থিতি নজরে রাখবেন তিনি। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে বুধবার থেকে। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। দুই দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী পাঁচদিন রাজ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Be the first to comment