আগামী ১৮ জানুয়ারি থেকে আর ই-পাস লাগবেনা মেট্রোতে

Spread the love

আগামী সোমবার থেকে তারও আর প্রয়োজন পড়বে না। স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় যাতায়াত করা যাবে। ই-পাস ব্যবহার পুরোপুরি বন্ধ করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এর আগে ধাপে ধাপে এই নিয়ম অনেকটাই শিথিল করা হলেও ভিড় এড়াতে দিনের নিৰ্দিষ্ট সময় ব্যবহার করতে হত ই-পাস।

করোনা পরিস্থিতিতে আনলক পর্বে অতিরিক্ত ভিড় এড়াতে ই-পাসের মাধ্যমে আগে থেকে স্লট বুক করে যাতায়াতের ব্যবস্থা করেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  টোকেন বন্ধ দেওয়া হয়েছিল। স্মার্ট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও ছিল কড়াকড়ি। কিন্তু এই ই-পাস ব্যবহারে নিত্যযাত্রীদের নানা সমস্যার কারণেই ধাপে ধাপে সরানো হয় এটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*