আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সুন্দরবন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে দক্ষিণে বৃষ্টি কমলেও আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত ভারী দুর্যোগের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ এবং কাল দু’দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। উত্তরের উপরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Be the first to comment