দীর্ঘ সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রোও। কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। আজ থেকে শুরু হচ্ছে সেই পরিষেবাও। ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। সিদ্ধান্ত পূর্ব রেলের।
এই পরিস্থিতিতে আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা। সেই চিঠির প্রেক্ষিতে পূর্ব রেল জানিয়েছে বুধবার থেকে ৮১ টি নন সাবার্বন প্যাসেঞ্জার ট্রেন চলবে। রেলের তরফে যাত্রীদের কাছে করোনার সব প্রোটোকল মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Be the first to comment