আজ থেকে ৩৯২টি “উৎসব স্পেশাল” ট্রেন

Spread the love

উৎসবের মরশুমে আজ থেকে শুরু উৎসব স্পেশাল ট্রেন। ৩০ নভেম্বর পর্যন্ত ১৯৬ জোড়া (৩৯২ টি) উৎসব স্পেশাল ট্রেন চালানো হবে। মূলত, ভিড় এড়াতে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এতদিন পর্যন্ত স্পেশাল ট্রেন চালাচ্ছিল রেল । এবার উৎসবের মরশুমে বাড়তি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

এই সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে রেলপথ সুরক্ষা বাহিনী (RPF) । সেখানে জানানো হয়েছে , মাস্ক না পরা , সামাজিক দূরত্ব না মানা এমনকী, কোরোনা আক্রান্ত হয়ে যদি কেউ ট্রেনে ওঠে তাহলে জরিমানার পাশাপাশি ১৪৫, ১৫৩ এবং ১৫৪ ধারা অনুযায়ী জেল পর্যন্ত হতে পারে ।

দুর্গাপুজো, দশেরা, দিওয়ালি এবং ছট পুজোর ছুটির সময়ের যাত্রীদের সংখ্যা বেড়ে যায় । সেই চাহিদা মেটাতে কলকাতা, পটনা, বারাণসী এবং লখনউয়ের জন্য বিশেষ ট্রেনগুলি চালানো হবে । বিশেষ ট্রেনগুলি ছাড়া চল্লিশ দিন পুজো স্পেশাল ট্রেনগুলি চলবে । বর্তমানে মোট ৬৬৬ টি স্পেশাল মেল এবং এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে । কোরোনা পরিস্থিতিতে বাকি লোকাল বা নিয়মিত ট্রেনগুলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিশেষ ট্রেনগুলির জন্য যে ভাড়া প্রযোজ্য আছে , সেই ভাড়া অনুসারে এই ট্রেনগুলির ভাড়া নির্ধারিত করা হবে । রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে , ভাড়ার ক্ষেত্রে ‘স্পেশাল চার্জ’ নেওয়া হবে। মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তুলনায় ১০ থেকে ৩০ শতাংশ ভাড়া বেশি হবে ।

কোরোনার জেরে মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় সমস্তরকম রেল পরিষেবা । প্রায় দু’মাস পুরোপুরি পরিষেবা বন্ধ থাকার পর মে’র শুরুতে কিছু বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেনের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার । সেই থেকে বিশেষ ট্রেনই শুধু চালু রয়েছে দেশে। বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*