রোজদিন ডেস্ক :- বিশ্ব শরণার্থী দিবস পালিত হচ্ছে। সংঘাত বা নিপীড়ন থেকে বাঁচতে যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়, তাদের প্রতি সংহতি জানিয়ে, প্রতি বছর ২০ জুন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
বাংলাদেশেও আছে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, কেন্দ্রীয় সরকার নয় রোহিঙ্গাদের ফেরাতে এখন আরাকান আর্মির সাথেই আলোচনা দরকার।
জাতিসংঘের মতে দশ হাজার রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢুকতে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গেল বছর নভেম্বর থেকে রাখাইন রাজ্যে আরাকান আর্মী মিলিটারির উপর আঘাতের পর থেকে অর্ধেক রাখাইন এখন তাদের দখলে, তাই দলে দলে রোহিঙ্গারা পথ খুঁজছে বাংলাদেশে আসার জন্য।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিয়ান বলেন, যেই চুক্তি মিয়ানমারের সাথে হয়েছিল তা এখন আর কার্যকর নয়। এদিকে আরকান আর্মির সাথে কথা বলাও বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, কারন আরাকান আর্মিকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেয় না। কিন্তু বাংলাদেশ যদি সত্যিই রোহিঙ্গা প্রত্যাবাসন চায় তবে তাদের আরাকান আর্মির সাথেই বসতে হবে, তবে সেটা বসতে হবে সংঘাত থামার পর। যা নভেম্বরের আগে সম্ভব নয়।
নতুন করে আসা রোহিঙ্গাদের নিয়েও বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ। ছোট ছোট দলে তারা স্থানীয় দালালের মাধ্যমে ঢুকছে বাংলাদেশ।
বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারে আটকে থাকা বাকি রোহিঙ্গাদের নিতে বাংলাদেশকে অনুরোধ করেছে বিশ্ব সম্প্রদায়।
Be the first to comment