আজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সশরীরে বিধানসভায় গিয়ে ইস্তফাপত্রে সই করে আসবেন শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার বিধানসভা ভবনে গিয়ে স্পিকারের সচিবালয়ে বিধায়কপদ থেকে তাঁর ইস্তফাপত্র দিয়ে এসেছিলেন শুভেন্দু। পাশাপাশি, ইমেলেও স্পিকারকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার স্পিকার বলেন, শুভেন্দুর ইস্তফাপত্র ‘বৈধ’ নয়। কারণ, সেটি সশরীরে এসে তাঁর স্পিকারের কাছে জমা দেওয়ার কথা। বস্তুত, যে কোনও আইনসভার সদস্যই যদি পদত্যাগ সকরতে চান, তা হলে তাঁকে নিজে গিয়ে সংশ্লিষ্ট আইনসভার স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিতে হয়। সেটিই আইন। সেইমতোই স্পিকার বলেন, ‘‘শুভেন্দুর ইস্তফাটি বৈধ নয়। আমি তাঁকে আগামী ২১ ডিসেম্বর, সোমবার বেলা দুটোর সময় এসে আমার সঙ্গে দেখা করে আবার ইস্তফা দিতে বলেছি।’’ পাশাপাশিই স্পিকার জানান, শুভেন্দুর হাতে লেখা ইস্তফাপত্রটিতে কোনও তারিখ দেওয়া নেই। যদিও ইমেলে পাঠানো ইস্তফাপত্রে তারিখ আছে। স্পিকারের কথায়, ‘‘ফলে আমার বিধানসভায় তিনি এখনও খাতায়কলমে তৃণমূলেরই বিধায়ক।’’
সেই মতোই আজ স্পিকারের কাছে গিয়ে ইস্তাফা সংক্রান্ত জটিলতা মিটিয়ে আসবেন তিনি। তারপরই রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করবেন তিনি।
Be the first to comment