আজ ২২শে শ্রাবণ, কবি গুরুর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা..

Spread the love

অমৃতা ঘোষ:-

“তুমি রবে নীরবে
হৃদয়ে মম “

আজ বাইশে শ্রাবণ, কবিগুরুর ৮৩ তম প্রয়াণ দিবস। ১৯৪১ সালে দিনটা ছিল ৭ অগস্ট। অমৃতলোকে যাত্রা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর । এই দিনটি আমাদের বাঙালি তথা বিশ্বের সকলের কাছেই খুবই বেদনার দিন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর অন্তরের অন্তঃস্থল থেকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেল এ পোষ্ট করেছেন।

আমরা সকলেই হয়তো কম বেশি এই দিনটি সম্পর্কে জানি। কারণ এই দিন যে আমাদের প্রাণের ঠাকুরের প্রয়াণ দিবস। আসুন একবার স্মৃতি রোমন্থন করি এই দিনটি কে পাথেয় করে।
শান্তিনিকেতনে অসুস্থ হয়ে পড়েন কবি। চিকিৎসকদের পরামর্শে তাঁকে কলকাতায় আনা হয়। ৩০ জুলাই ১৯৪১, জোড়াসাঁকোর বাড়িতে কবির শরীরে অস্ত্রোপচার হলেও তা সফল হয়নি। ১৩৪৮ বঙ্গাব্দের দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। দিনটা ছিল রাখি পুর্ণিমা।
কবির প্রিয় ঋতু ছিল বর্ষা, সেই বর্ষাতেই গোটা দেশবাসীকে নিঃস্ব ঋক্ত করে চলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। কবি লিখেছিলেন ‘মরণেরে তুঁহু মম শ্যাম সমান’, গোটা জাতির কাছেই দিনটি হয়ে থাকল শ্যাম সমান।

Smt. Mamata Banerjee:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।

বছরের প্রতিটা দিনে, প্রতিটি মূহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন। ওঁনার আদর্শই আমাদের পাথেয়। তিনিই আমাদের দিক্‌নির্দেশক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*