শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয় নিয়ে তোলপাড় সর্বত্র। কিন্তু এলআইসি লগ্নিকারীদের উপর এর কোনও আঁচ পড়বে না। এমনই আশ্বাস দিয়েছে এলআইসি। বিপুল লগ্নির জন্য, এলআইসির ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।নানান বিবৃতি পাল্টা বিবৃতির পর লিখিত বিবৃতিতে তা নস্যাৎ করেছে এলআইসি কর্তৃপক্ষ। এলআইসি-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২২-এর ৩০ সেপ্টেম্বর তাঁদের মোট সম্পত্তির মূল্য ৪১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। ২০২২ সালে ৩১ ডিসেম্বরে আদানি গোষ্ঠীর সবকটি সংস্থার শেয়ারের মূল্য ৩৫ হাজার কোটি টাকার কিছু বেশি। মোট সম্পদের ১ শতাংশ মাত্র। এলআইসি-এর দাবি, আদানি গোষ্ঠীর যদি ভরাডুবি হয়, তা হলেও তদের ক্ষতির সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গৌতম আদানির শিল্পগোষ্ঠীর প্রতারণা নিয়ে হিন্ডেনবার্গ রিসার্টের রিপোর্ট সামনে আসার পর থেকে তাঁদের সাতটি সংস্থার শেয়ার দরে পতন চলছে। এলআইসির ব্যবসা এবং লগ্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য আদানিদের হাতে রয়েছে বলে প্রকাশিত বিভিন্ন খবরকেও ‘অসত্য’ বলেছেন এলআইসি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গৌতম আদানির শিল্পগোষ্ঠীর ‘প্রতারণা’ নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকে লাগাতার পড়ে চলেছে তাদের সাতটি সংস্থার শেয়ার দর। এই পরিস্থিতিতে আদানি এন্টারপ্রাইজ়েসের নতুন শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে বুধবার।
Be the first to comment