আবারও রাজ্যের প্রতি তোপ রাজ্যপালের

Spread the love

সোমবার ২১ ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। কি হয়েছে সেই বৈঠকে খোলসা করে না বললেও একথা বলেন রাজনীতির রং বদলাবে। সরকারি দলের পছন্দ না হলে পুলিশ প্রশাসন দিয়ে মামলা করবে এটা কেমন কথা? তিনি উদাহরণ টানেন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল এবং তারো আগে বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান তাঁকে চিঠি দিয়েছিলেন। শুভেন্দু সরাসরি অভিযোগ আনেন যে রাজ্য সরকার তাঁকে ফৌজদারি কেসে ফাঁসাতে পারে।

রাজ্যপাল জানান, তিনি এব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া, রাজ্যপাল এদিন অভিযোগ আনেন নির্বাচন আসছে বলে ওসি, আইসিদের স্ট্র্যাটেজিক পোস্টিং দেওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ তিনি যখন ডায়মন্ড হারবারে গিয়েছিলেন তখন তাঁকে গার্ড অফ অনার পর্যন্ত দেওয়া হয়নি। জেলাশাসকের আচরণ অত্যন্ত আপত্তিজনক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, ডায়মন্ড হারবার কি কারোর জায়গীরদারি বা জমিদারি? পাশাপাশি স্বরাষ্ট্রসচিবের কাছে জ্ঞানবন্ত সিংকে নিয়ে অভিযোগ করা সত্ত্বেও তাঁর প্রমোশন কী করে হয় সেকথা বলেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনি কাজ করে যাবেন সেকথাও বলেন তিনি। সংবাদমাধ্যমকে মনে করিয়ে দেন তাদেরও বিশেষ দায়িত্ব ও গুরুত্ব আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*