আমফান দুর্নীতিতে ক্যাগের তদন্তের নির্দেশ পুর্নবহাল রাখল হাইকোর্ট

Spread the love

আমফান দুর্নীতিতে ক্যাগকে তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল রাজ্য সরকার ৷ সেই আর্জি আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ১ ডিসেম্বরের রায় বহাল রাখল। রাজ্যে সরকারের আইনজীবী কিশোর দত্ত, প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আজ জানান আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় রাজ্যের আরও কিছু বক্তব্য রয়েছে । সেগুলো শোনা হোক। কিন্তু প্রধান বিচারপতি বলেন রাজ্যকে অনেক সময় দেওয়া হয়েছিল, আর সম্ভব নয়। প্রয়োজনে তারা শীর্ষ আদালতে আবেদন করতে পারেন ।

১ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, এখনও পর্যন্ত আমফান ঝড়ে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে ক্যাগকে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে ৷ ক্যাগ খতিয়ে দেখবে ক্ষতিগ্রস্ত কতজনকে টাকা দেওয়া হয়েছে এবং কতজন টাকা পায়নি ৷ যারা টাকা পেয়েছে কিসের ভিত্তিতে পেয়েছে ইত্যাদি ৷ পাশাপাশি ক্যাগেকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া সত্ত্বেও আমফান ঝড়ের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই ব্যাপারে রাজ্য হলফনামা জমা দেয়নি ৷ এরপর ১ ডিসেম্বর ক্যাগকে তদন্ত করার নির্দেশ দেয় ৷ স্বাভাবিকভাবেই এই নির্দেশে অস্বস্তিতে রাজ্য সরকার ৷ আগামী বিধানসভা নির্বাচনে আমফান দুর্নীতিকে বিরোধী রাজনৈতিক দলগুলো হাতিয়ার করতে পারে ৷ সেই কথা ভেবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে পুনঃবিবেচনার আবেদন জানানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*