আজ তৃণমূল ভবনে অকালি দলের সঙ্গে কৃষি আইন সংক্রান্ত আলোচনার পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ।
আজ সাংবাদিক বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা ব্লক স্তরে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন গড়ে তুলব। এই বিলের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলো রাস্তায় নামলে তাদের সমর্থন করবে তৃণমূল। এ ছাড়া ভবিষ্যতে আরও এই ধরনের কর্মসূচিতে অংশ নেবে দল।’’
তিনি আরোও বলেন, “ওই আইনের প্রতিবাদে অন্য আঞ্চলিক দলগুলি রাষ্ট্রপতির দ্বারস্থ হলে সেখানেও তৃণমূলের সমর্থন থাকবে। আগামী ৮ ডিসেম্বর, মঙ্গলবার কৃষকরা যে ভারত বনধের ডাক দিয়েছে, তাতেও তৃণমূলের ‘নৈতিক সমর্থন’ থাকবে।” এদিন তিনি বলেন, ‘‘শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জেরে সংসদে বিল পাস করানো যায়। কিন্তু কৃষকদের সমস্যার সমাধান করা যায় না। কৃষকদের দাবিমতো আমরাও ওই আইন বাতিলের দাবি জানাচ্ছি।”
Be the first to comment