সোমবার খুশির ঈদ। কিন্তু লকডাউনে এবার ঘরে বসেই ইদের প্রার্থনা সারার জন্য সংখ্যালঘুদের উদ্দেশে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল মুখ্যমন্ত্রী বলেন, “আমায় যদি ভালবাসেন, ভরসা করেন, দয়া করে এবার ঈদে বাড়িতে থাকুন। ঘরে বসে প্রার্থনা করুন।” শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের সতর্ক করে দিয়ে বলেন, “তেলিনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো! বিজেপি ওত পেতে বসে আছে ভিডিও করবে বলে। কখন একটা শকুনি মরবে তারপর সেই শকুনির মাংস খাবে!”
Be the first to comment