আমেরিকা, রাশিয়া, চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত তৈরি করল অ্যান্টি-স্যাটেলাইট (এ-স্যাট) মিসাইল বা উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বুধবার, এই বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ভারত আজ মহাকাশে অন্যতম শক্তি। ভারতের পক্ষে আজ গর্বের দিন। তিনি জানান, একটি গোপন অপারেশন করা হয়েছিল। যার পোশাকী নাম ছিল ‘মিশন শক্তি’। এই অভিযানে, অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ধ্বংস করা হয়েছে কক্ষপথে থাকা বিকল হয়ে পড়া একটি কৃত্রিম উপগ্রহকে। মাত্র তিন মিনিটে গোটা অপারেশন শেষ হয়েছে। তিনি আরোও জানান, নিচু কক্ষপথে থাকা কোনও কৃত্রিম উপগ্রহকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেওয়া সহজ নয়। ফলত, এই সাফল্য বিরল কৃতিত্ব।
তিনি বলেন, এ-স্যাট মিসাইল ভারতে তৈরি হয়েছে। নতুন শক্তিশালী ভারতবর্ষ কারও বিরুদ্ধে নয়। মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিপক্ষে ভারত, এই নীতির কোনও বদল হয়নি।
নরেন্দ্র মোদী বলেন, ভারতের প্রযুক্তিগত উন্নতিই মহাকাশ গবেষণার মূল মন্ত্র। আজকের সাফল্য ভবিষ্যতে ভারতকে আরও বেশি সুরক্ষিত রাখবে। আধুনিক কারিগরী কৌশল ভবিষ্যতে উন্নতির পক্ষে প্রয়োজনীয়। এমন ভারতের স্বপ্ন দেখি, যা নিজের সময়ের থেকে এগিয়ে থাকবে।
Be the first to comment