আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। সাগরদ্বীপ থেকে মাত্র ১৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। কলকাতা থেকে দূরত্ব ৩০০ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে ১২০- থেকে ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আজ সকাল থেকেই উপকূলের জেলাগুলিতে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া।
কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই বন্ধ রয়েছে হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা। আহিরীটোলা এবং বাগবাজার সহ বিভিন্ন ঘাটে ফেরি পরিষেবা বন্ধ রয়েছে।
Be the first to comment