আরজি করের ঘটনায় ফাঁসির দাবিতে কাল মিছিল, রাম বাম মিলে কাল আরজি করে তাণ্ডব করেছে : মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :-

কালকের রাতটা যেনো অন্যরকম ই ছিলো। আজ রাজভবন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাত দখল করার লড়াইয়ের মাঝে আর জি কর এ যে তাণ্ডব চলছে, তার সূত্র খুজতে তৎপর পুলিশ বাহিনীও। পুলিশের একজন কর্মকর্তার মাথা ফেটে গেছে, ঝর ঝর করে রক্ত ঝরছে , অ্যাপোলো হাসপাতালে ভর্তি।
দুটো বিল্ডিং ভাঙচুর হয়েছে। তারসাথে ওষুধ, সি সি টিভি, স্যালাইন ভাঙচুর হয়েছে।
এত কিছুর পরেও তারা শান্ত মাথায় নিজেদের কাজ করে চলেছেন। যা ক্ষয় ক্ষতি হয়েছে, এর পেছনে যারা আছে তাঁরা আর জি কর এর ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নয়।’
মুখ্যমন্ত্রীর আরো বলেছেন, ‘অপরাধীর ফাঁসির দাবিতে মিছিল বেরোবে আগামী কাল। নিরপরাধী যেনো শাস্তি না পায়। এখন সবটায় সিবিআই এর হাতে । যা বলার ওনাদের বলুন ।’

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ ভবনে চা চক্রের পর এই কথা বলেন মুখ্যমন্ত্রী

কাল দুপুর ৩টে মুখ্যমন্ত্রী মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন আরজি কর এর অপরাধীর ফাঁসির দাবিতে। তারপর ধর্মতলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতা শুরু করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*