আরজি করের ঘটনার সুবিচারের দাবিতে শুক্রবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে পথ নামছে রাজ্য বিজেপি

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

বুধবার মধ্য রাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে সরব বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার শাসক থেকে বিরোধী পথে নামছেন সকলেই। তেমনি শুক্রবার একগুচ্ছ কর্মসূচির ডাক দেয় রাজ্য বিজেপি।
আরজি করে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দিল বিজেপি। শুক্রবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করল তারা। এমনকী নিহত চিকিৎসক সুবিচার না পাওয়া পর্যন্ত আরজি কর হাসপাতালের সামনে তারা ধরনায় বসবেন বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন রাজ্য সভাপতি বলেন, ‘সুবিচারের দাবিতে আমরা শুক্রবার বেলা ১১টা থেকে আন্দোলন শুরু করব। দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যে অবরোধ কর্মসূচি পালন করব। সমস্ত স্তরের মানুষকে সেই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানাচ্ছি। এছাড়া আরজি করের সামনে আমাদের ধরনা চলবে। সুবিচার না পাওয়া পর্যন্ত আমাদের ধরনা কর্মসূচি জারি থাকবে।’ তিনি জানান, বিকেল ৪টেয় হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপি। দরকারে স্বাস্থ্যভবন অভিযান কর্মসূচিও করা হবে।
পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘দোষী তো উনি নিজে। আমাদের একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। দফা এক, দাবি এক/ মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বাংলার সমস্ত রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যে ভাবে পারেন করুন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*