আরজি কর ঘটনায় এবার মমতার পাশে দাঁড়ালেন অখিলেশ

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজি করের ঘটনায় যখন রাজ্য তথা গোটা দেশ উত্তাল, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস, নকশাল সহ একাধিক রাজনৈতিক দল রাস্তায় নেমেছে। ঠিক তখনই বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজি কর কাণ্ড নিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। তিনি খুব ভাল করেই বোঝেন, একজন মহিলার যন্ত্রণা। তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সরকারই চেয়েছে সিবিআই বা অন্য কোনও এজেন্সি এই বিষয়টির তদন্ত করুক।’ পাশাপাশি এদিন তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত। সুরক্ষার অভাব বোধও করছেন। হাথরস-উন্নাওয়ের মতো লজ্জাজজনক ঘটনা ঘটেছে। তাই বিজেপির এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।’
প্রসঙ্গত, আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে প্রায় প্রতিদিনই সরকারের বিরুদ্ধে সরব হয়ে পথে নামছে বিভিন্ন রাজনৈতিক দল সহ একাধিক সংগঠন। সেই আবহে মমতার পাশে অখিলেশের দাঁড়ানোটায় আরও একবার অখিলেশ মমতার বোঝাপড়াটা মজবুত হল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*