ইডির আর্জি খারিজ করলো ঝাড়খণ্ড সুপ্রিম কোর্ট, বহাল থাকল হেমন্তের জামিন

Spread the love

রোজদিন ডেস্ক :- ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ সোমবার ইডির তরফে দায়ের করে সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে ৷ চলতি বছরের গোড়ার দিকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ সম্প্রতি ঝাড়খণ্ডের হাইকোর্ট জামিন দেন হেমন্তকে ৷ সেই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করে ইডি ৷ এ দিন মামলার শুনানি হয় শীর্ষ আদালতের দুই বিচারপতি বি আর গাভাই ও কে ভি বিশ্বনাথের বেঞ্চে ৷
সেখানে ইডির আবেদন খারিজ করতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে হেমন্ত সোরেনকে জামিন দেওয়া সংক্রান্ত ঝাড়খণ্ড হাইকোর্টের তরফে ‘যুক্তিযুক্ত’ নির্দেশ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে আদালত বলেছে, “আমরা অসম্পূর্ণ আদেশে হস্তক্ষেপ করতে আগ্রহী নই ।”যদিও জামিনের শুনানির সময় হাইকোর্টে ইডি জানিয়েছিল যে মুখ্যমন্ত্রীর পদের অপব্যবহার করে বেআইনিভাবে হেমন্ত সোরেন রাঁচির বারগেইন এলাকায় ৮.৮৬ একর জমি দখল করে ৷ বিষয়টি সোরেনের মিডিয়া কনসাল্ট্যান্ট অভিষেক প্রসাদ স্বীকারও করে নিয়েছেন ইডির কাছে ৷ যদিও হেমন্তের আইনজীবী ইডির বিরুদ্ধে সোরেনকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর অভিযোগ করেছিলেন ৷ শেষে জামিন পেয়ে যান হেমন্ত ৷ এবার সুপ্রিম কোর্টও জামিনের বিরোধিতা করে ইডি-র আবেদন খারিজ করে দিল ৷উল্লেখ্য, এই মামলায় হেমন্ত সোরেনকে একাধিকবার তলব করে ইডি ৷ তিনি হাজিরা না দেওয়ায় চলতি বছরের ৩১ জানুয়ারি তাঁর রাঁচির বাসভবনে যায় ইডি ৷ তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সেদিনই ইস্তফা দেন ৷ পরে ইডি তাঁকে গ্রেফতার করে ৷ গত ২৮ জুন তাঁকে ঝাড়খণ্ড হাইকোর্ট জামিন দেয় ৷ এর পর গত ৪ জুলাই তিনি আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*