উইনার্সের পর এবার ‘ওয়ারিয়র্স’। ২০১৮ সালে মহিলাদের নিরাপত্তায় কলকাতার পথে নামানো হয়েছিল কলকাতা পুলিশের এক বিশেষ প্রমীলা বাহিনীকে। এই বাহিনীর নাম ছিল ‘দ্য উইনার্স’। কলকাতা পুলিশের সার্জেন্টদের মতই মোটরসাইকেলে চড়ে এই প্রমীলা বাহিনী নজরদারি চালাচ্ছেন শহরের এ-মাথা থেকে ও-মাথা।
এই বাহিনীর লক্ষ্য ছিল ইভটিজিং, শ্লীলতাহানি বা ছিনতাইয়ের মোকাবিলা করা। কলকাতা শহরে রোমিওদের শায়েস্তা করাও এই প্রমীলা বাহিনীর অন্যতম কাজ। মহিলাদের স্কুল-কলেজ চত্বর ও যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা বেশী এমন জায়গায় পুলিশের এই প্রমীলা বাহিনীর কর্মীরা মোটরসাইকেল ঘোরেন। রাতের শহরে, অন্ধকার তথা অপেক্ষাকৃত নির্জন রাস্তায় মহিলারা যাতে কোনোরকম বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখতেও তৎপর থাকেন এই বাহিনী। টহলদারির সময় যোগাযোগের জন্য তাঁদের কাছে থাকবে সরঞ্জামও। এর মধ্যেই যথেষ্ট জনপ্রিয় ও সফলতার সঙ্গে কাজ করে চলেছে হয়েছে এই বাহিনী।
Be the first to comment