উত্তরবঙ্গে একটি নতুন পর্যটন সার্কিট গড়ে তুলছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ সুপরিচিত তার চা বাগান, পাহাড়, জঙ্গল ও বন্য প্রাণীর জন্য। এছাড়া এখানে অনেক মন্দির ও আছে যেগুলির ধর্মীয় মাহাত্ম্য অপরিসীম। এই নতুন সার্কিটের মাধ্যমে সেগুলিকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে এই সার্কিটে আছে তিনটি মন্দির – বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দির, সেবক কালীবাড়ি ও দেবী চৌধুরানী মন্দির। এই তিনটি মন্দিরই জলপাইগুড়ি জেলায় অবস্থিত ও স্থানীয়দের মধ্যে খুবই জনপ্রিয়।
Be the first to comment