শুক্রবারই হায়দরাবাদ, উন্নাওয়ের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু নিয়ে টুইট করে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে তিনি টুইট বার্তায় এটাকে সীমাহীন নিষ্ঠুরতা বলে আখ্যা দেন।
গতকালই হায়দরাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যে নারী নির্যাতনের ঘটনা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু গতকাল এনকাউন্টারে দোষীদের গুলি করা নিয়ে কড়া মন্তব্য করেছেন তিনি। আইন হাতে তুলে নেওয়া উচিত নয় বলে মত তাঁর। তিনি বলেন, ” দ্রুত চার্জশিট দিয়েই অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত ছিল।” বৃহস্পতিবার সকালে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ‘সংহতি দিবস’ পালন অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। উন্নাও-এর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে উন্নাও দুঃখ দেয়। ফাস্ট ট্র্যাক কোর্টে ধর্ষককে আমরা শাস্তি দেব। ৮৫ টি কোর্টের মধ্যে ৪৫টি মহিলা ফাস্ট ট্র্যাক কোর্ট। পুলিস নিজের কাজ করবে। কিন্তু বিচার করবে আদালত।
গতকাল সকালে হায়দরাবাদের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের খবরে খুশি হয়েছিল গোটা দেশের অধিকাংশ মানুষ। কিন্তু গভীর রাতে এল উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর খবর। রাত ১১টা ৪০ মিনিট নাগাদ মৃত্যু হয় উন্নাওয়ের নির্যাতিতা অগ্নিদগ্ধ তরুণীর। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সমাজের সর্বস্তরের মানুষ। সকালেই বিষয়টিকে নিয়ে চরম দুঃখ প্রকাশ করে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে সীমাহীন নিষ্ঠুরতা বলে আখ্যা দিয়েছেন তিনি।
Be the first to comment