উল্টোডাঙা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ায় বন্ধ করা হয়েছে যাতায়াত। উড়ালপুলের একটি স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। সঙ্গে সঙ্গে কেএমডিএ-র বিশেষজ্ঞ কমিটি কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটকে সতর্ক করে।
গতকাল রাজ্যের পুর নগরোন্নায়ন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম জানান, যে এই ফাটল দেখা যাবার পর যাতায়াত বন্ধ করা হয়েছে। তবে অতি দ্রুত এই সমস্যা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। পর্যবেক্ষক টিম কাজ করছে। দু-তিনদিন পরেই এ সমস্যা সমাধান হয়ে যাবে।
Be the first to comment