‘এই ধরনের প্রধানমন্ত্রী আমি দেখিনি, যিনি দেশ টাকে টুকরো টুকরো করে দিয়েছে ‘ : মমতা

Spread the love

রোজদিন ডেস্ক :- ২৫ মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট। শনিবার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘ওই ছেলেটাকে যে কী করে সুজাতা বিয়ে করেছিল তা ভগবান জানে। কেউ কাউকে ভালোবাসলে সেটা তাঁদের ব্যাপার। এই নিয়ে মাথা গলাই না। ওর অনেক ছবি রয়েছে আমার কাছে। যদি দিয়ে দিই ছবিগুলো, সুজাতা যাবে ঝগড়া করতে। এই তো হচ্ছে নেতা। এর থেকে ন্যাতার সম্মান বেশি। ওটাকে ধুয়ে ঘর পরিষ্কার করা যায়। এদের দিয়ে কী করবেন!’
সৌমিত্র খাঁর সম্পত্তি নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে দাঁড়িয়ে সুজাতা মণ্ডলের থেকে সৌমিত্রর সম্পত্তির খতিয়ান নেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘ওর প্রাক্তন বলছে ছটা বাড়ি। অগাধ সম্পত্তি।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন একজন উপস্থিত ব্যক্তি অসুস্থ হয়ে যান। বক্তব্য থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ নেন। তিনি জিজ্ঞাসা করেন, ‘কেউ অসুস্থ হয়ে পড়েছে? প্রয়োজন হলে আমার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান।’ এদিন সভা থেকে জলের বোতল পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।অসুস্থ ব্যক্তির চিকিৎসার পর বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর বক্তব্য শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, ‘বলছে ৪০০ পার করবে। গোটা দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। কর্নাটকে? ঘেঁচু। কেরালাতে কাঁচকলা। হরিয়ানা, দিল্লি ওরা কিছুই পাবে না। রাজস্থানেও ভোট কম পাবে। বিহার, বাংলা, ওড়িশা ওরা পাবে না। হিসাব পরিষ্কার।’
মোদীকে তোপ দেগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ধরনের প্রধানমন্ত্রী আমি দেখিনি। যিনি দেশটাকে টুকরো টুকরো করে দিয়েছে।’ NRC নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এদের মতো মিথ্যেবাদী মেলা ভার। তাই মনে রাখবেন ওরা ক্ষমতায় এলে সংবিধান ভেঙে দেবে। দেশে আর কোনওদিন নির্বাচন হবে না। এটাই দেশের শেষ নির্বাচন হবে। মানুষের আর কোনও অধিকার থাকবে না।’এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বলেন, ‘অমিত শাহ বলেছেন শেয়ার বাজারে বেশি টাকা বিনিয়োগ করতে এটা তিনি বলতে পারেন না। এখন নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু রয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*