একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থান। ৬টি রাজ্যে মৃত দেড়শোরও বেশি। মহারাষ্ট্রে এ পর্যন্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
বৃষ্টিতে বিপর্যস্ত কেরলও। মৃত্যু হয়েছে ৪২ জনের। মালাপ্পুরম ও ওয়ানাডে ধস নেমেছে ইতিমধ্যে। ৪০ জনের আটকে পড়ার আশঙ্কা। মালাপ্পুরমে ভেঙে পড়ল সেতু। এদিকে, কেরলের বন্যা কবলিত এলাকা থেকে ৬৪ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এর্নাকুলাম, ইদুক্কি, পালাক্কাড, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড ও কান্নুরে লাল সতর্কতা জারি।
এদিকে বন্যা পরিস্থতি খতিয়ে দেখতে আজ উত্তর কর্ণাটকে যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বন্যা বিপর্যস্ত ৬টি রাজ্যে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮৩টি দল।
Be the first to comment