চিরন্তন ব্যানার্জি :- নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার দিল্লি পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছেই কংগ্রেসের উপর প্রকারন্তে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে মমতা বলেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে একসঙ্গে সিদ্ধান্ত হলে অন্য কিছু ভাবা যেত। এখন অবশ্য নীতি আয়োগের বৈঠকে তিনি যে যোগ দেবেন সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
‘ইন্ডিয়া’র অন্দরে ‘নীতিগত বিরোধ’ নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে বিরোধী শিবিরের শরিকদের মধ্যে সমন্বয় নিয়েও। নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া জোটের বাকি সঙ্গীরা যোগ না দিলেও বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানে রাজনৈতিক মহল বিরোধী জোটে ভাঙনের ইঙ্গিত দেখছে। এই পরিস্থিতিতে দিল্লির বঙ্গ ভবনে বসে মুখ্যমন্ত্রী বলেন, “নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাজেট পেশের আগেই নিয়েছিলাম। তবে সবাই মিলে আলোচনা করে যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হত তাহলে অন্য কিছু ভাবতাম।” পাশাপাশি বাংলার প্রতি লাগাতার বঞ্চনার ও বাংলা ভাগের যে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁর নীতি আয়োগের বৈঠকে যোগ বলে জানান মমতা।
Be the first to comment