একসঙ্গে ২৫ স্কুলে চাকরি করে ১ কোটি বেতন, তদন্তের নির্দেশ সরকারের

Spread the love

দু একটা নয়, একেবারে ২৫!‌ ২৫টি স্কুলে একসঙ্গে শিক্ষাকতা করেন উত্তরপ্রদেশের শিক্ষিকা অনামিকা শুক্লা। বেশ কয়েকমাস ধরেই নাকি তিনি শিক্ষকতা করছেন। বেতন পেয়েছেন প্রায় ১ কোটি টাকা।

কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়–এর শিক্ষিকা আম্বেদকরনগর, বাঘপত, আলিগড়, সাহরানপুর, প্রয়াগরাজ ও অন্য অনেক জেলায় একইসঙ্গে চাকরি করছেন। ঘটনার পর স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টর জেনারেল বিজয কুমার জানিয়েছেন, ঘটনাটির বিস্তারিত তদন্ত করা হবে। কী করে এত নজরদারির পরেও এই ঘটনা ঘটছে, সেটাও আলাদা করে খতিয়ে দেখবে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*