অজান্তে করোনা আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা করার মাসুল দিতে হল এনআরএস হাসপাতালকে৷ সাধারণ রোগী ভেবে চিকিৎসা চলছিল৷ পরে তার করোনা উপসর্গ দেখা দেয়৷ মৃত্যুর পর জানা যায় ওই রোগী করোনা আক্রান্ত৷
এরপরই তড়িঘড়ি এনআরএস হাসপাতালের অন্তত ৬৫ জন ডাক্তার-নার্সকে কোয়ারেন্টাইনে পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর৷ এদের মধ্যে পিজিটি, হাউসস্টাফ ও ইন্টার্নরাও রয়েছেন৷ ৬৫ জনের মধ্যে ৩৩ জনকে গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ৩২ জনকে স্বাস্থ্য দফতরের নজরদারিতে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার এনআরএস হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়৷ বছর ৩৪ এর ওই ব্যক্তি হিমোফিলিয়া রোগী ছিল৷ মহেশতলার ওই বাসিন্দা প্রথমে মেল মেডিসিন বিভাগে ও পরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন৷ চিকিৎসা চলাকালীন তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়৷ এরপরই করোনা পরীক্ষার জন্য এসএসকেএমে তার নমুনা পাঠানো হয়৷ এরমধ্যেই ওই রোগীর মৃত্যু হয়৷ মৃত্য্যুর পর তার রিপোর্ট আসে, তখন জানা যায়, মহেশতলার বাসিন্দা করোনা আক্রান্ত৷
এরপরই তৎপর হয়ে উঠে স্বাস্থ্য দফতর৷ ওই রোগীর সংস্পর্শে আসা ৬৫ জন চিকিৎসক ও নার্সকে তড়িঘড়ি কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷ পাশাপাশি হাসপাতালের মেল মেডিসিন ইন্ডোর বিভাগ ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নতুন রোগী ভর্তি আপাতত বন্ধ রাখা হয়েছে৷
অন্যদিকে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। দেশে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যাও ইতিমধ্যে ৪০০০ পার করে ফেলেছে, পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪,০৬৭ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে রবিবার রাতে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দিয়েছিল দেশ। তারপরের দিন সকালেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৪০০০। মৃত ১০৯ জন।
অন্তত ২১টি রাজ্যে ১০৯৫ জন তবলিগি জামাতের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ৪.১ দিনে ভারতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কেন্দ্রের দাবি, তবলিগি জামাতের জমায়েতের জন্যই এত তাড়াতাড়ি সংখ্যাটা বেড়ে গেল।
মারণ ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায়, তা নিয়ে শনিবার টেলিকনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৈঠকে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার সংকল্প নেন বিশ্বের এই দুই তাবড় নেতা৷
আলোচনা প্রসঙ্গে মোদী জানিয়েছেন, ‘আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে৷ কোভিদ ১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত-মার্কিন অংশীদারিত্বের পুরো শক্তি মোতায়েন করতে সম্মত হয়েছি৷’
Be the first to comment