এবার UK-কে ছাপিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে ভারত

Spread the love

করোনা আক্রন্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এল ভারত ৷ দেশে এখন আক্রান্ত ২ লাখ ৯৫ হাজার ৭৭২ জন ৷ পঞ্চম স্থানে থাকা ইউনাইটেড কিংডমে কোরোনা আক্রান্ত ২ লাখ ৯১ হাজার ৫৮৮ জন ৷ কোরোনা আক্রান্তের নিরিখে এক নম্বরে রয়েছে অ্যামেরিকা ৷ দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে রাশিয়া ও ব্রাজিল ৷ রাশিয়ায় আক্রান্ত ৮.৯৩ লাখ, ব্রাজিলে ৭.৭২ লাখ ৷ অ্যামেরিকায় সংখ্যাটা ২০ লাখেরও বেশি ৷

গত মাসের ২৮ তারিখের পর থেকে দেশে ব্য়াপক হারে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ ২৮ মে কোরোনা সংক্রমণের নিরিখে বিশ্বের দশম স্থানে ছিল ভারত ৷ তারপর মাত্র ১৫ দিনের মধ্যে চতুর্থ স্থানে উঠে এল ৷ কোরোনা রুখতে যখন প্রথম লকডাউন ঘোষণা করা হয়, সেসময় দেশে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০০ ৷ মৃত্যু হয়েছিল ১০ জনের ৷ সেখানে এখন প্রতিদিনই প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছে ৷

আক্রান্তের পাশাপাশি দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ দিনে গড়ে প্রায় ৩৫০ জন মারা যাচ্ছে। দেশে এখনও পর্যন্ত প্রায় ৮ হাজার ৫০০-এর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৪৮৩ জন মহারাষ্ট্রের বাসিন্দা ৷ তথ্য বলছে, দেশে সবথেকে বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছে জুন মাসে ৷ কোরোনা আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ সংক্রমণ ছড়িয়েছে লকডাউন শিথিল হওয়ার পর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*