ওয়েবসিরিজে নেতাজী

Spread the love
নিজস্ব প্রতিবেদনঃ তিনি কি জীবিত? তা যদি হয় তবে তিনি কোথায়। বাঙালি জাতির একমাত্র আইডল তিনি। নেতাজী সুভাষচন্দ্র বসু। তাঁর জীবনের প্রতিটি পদে রয়েছে রোমাঞ্চ, তিনি আর রহস্য একে অপরের সমার্থক। নেতাজীর জীবন বারবার চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করেছে। অনেকবার তিনি বড়পর্দায় ধরাও দিয়েছেন। এবার তিনি ওয়েবসিরিজে। নাম,বোস- ডেড অর অ্যালাইভ। নামভূমিকায় রাজকুমার রাও। বলিউডের এই মেথড অ্যাক্টরকেই নেতাজীর চরিত্রের জন্য নির্বাচন করেছেন হনসল মেহতা। ওয়েবসিরিজটির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত, এবং প্রশংসিত। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, নেতাজীর জীবনের উপর যা যা তথ্য রয়েছে সেগুলি তো বিচার করা হয়েছেই, সেই সঙ্গে অনেক ধুলো জমে থাকা ফাইলের সাহায্যও তাঁরা নিয়েছেন। অর্থাৎ যে মানুষটিকে নিয়ে এত রহস্য, সেই রহস্যের সমাধানের একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে মুখ্য অভিনেতা রাজকুমার রাও দারুন উৎসাহিত। এই চরিত্রের জন্য বেশ খানিকটা ওজন বাড়িয়েছিলেন,নেতাজীকে নিয়ে পড়াশোনা করেছেন। জানিয়েছেন, নেতাজীকে ওনার মতো করে বোঝার চেষ্টা করেছিলেন শুধু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*