কংগ্রেসের জেতা ৪টি আসন ফাঁকা রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো বামেরা

Spread the love

কংগ্রেসের জেতা চারটি আসন আপাতত ফাঁকা রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো বামেরা। এনিয়ে মোট ৩৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বামেরা। উল্লেখ্য, ১৫ মার্চ প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা।

মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক বৈঠক করে জানান, কংগ্রেসের জেতা চারটি আসনে আপাতত প্রার্থী দেওয়া হচ্ছে না। তবে এখন দিইনি বলে যে পরে দেওয়া হবে না তা ভাবার কোনও কারন নেই।

দেখুন বামেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা-

মথুরাপুর- শরৎ হালদার, সিপিআই(এম)

পুরুলিয়া- বীর সিং মাহাতো, (এআইএফবি)

বোলপুর-রামচন্দ্র ডোম, সিপিআই(এম)

শ্রীরামপুর-তীর্থঙ্কর রায়, সিপিআই(এম)

ঝাড়গ্রাম-দেবলীনা হেমব্রম, সিপিআই(এম)

দার্জিলিং- সমন পাঠক, সিপিআই(এম)

কৃষ্ণনগর-শান্তনু ঝা, সিপিআই(এম)

হাওড়া-সুমিত অধিকারী, সিপিআই(এম)

ব্যারাকপুর-গার্গী চট্টোপাধ্যায়, সিপিআই(এম)

তমলুক-শেখ ইব্রাহিম, সিপিআই(এম)

কাঁথি-পরিতোষ পট্টনায়েক, সিপিআই

আসানসোল- গৌরাঙ্গ চট্টোপাধ্যায়

কোচবিহার- গোবিন্দ রায়, (এআইএফবি)

আলিপুরদুয়ার- মিলি ওরাঁও, (আরএসপি)

জলপাইগুড়ি-ভগীরথ রায়, সিপিআই(এম)

রায়গঞ্জ-মহম্মদ সেলিম, সিপিআই(এম)

বালুরঘাট-রণেন বর্মণ, (আরএসপি)

মুর্শিদাবাদ- বদরুদ্দোজা খান, সিপিআই(এম)

রানাঘাট-রমা বিশ্বাস, সিপিআই(এম)

বনগাঁ- অলোকেশ দাস, সিপিআই(এম)

দমদম-নেপালদেব ভট্টাচার্য, সিপিআই(এম)

বারাসত- হরিপদ বিশ্বাস, (এআইএফবি)

বসিরহাট- পল্লব সেনগুপ্ত, (সিপিআই)

জয়নগর-সুভাষ নস্কর, (আরএসপি)

ডায়মন্ডহারবার- ডাঃ ফুয়াদ হালিম, সিপিআই(এম)

যাদবপুর- বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিআই(এম)

কলকাতা দক্ষিণ- নন্দিনী মুখার্জি, সিপিআই(এম)

কলকাতা উত্তর-কণীনিকা বসু (ঘোষ), সিপিআই(এম)

উলুবেড়িয়া- মাকসুদা খাতুন, সিপিআই(এম)

হুগলি- প্রদীপ সাহা, সিপিআই(এম)

আরামবাগ- শক্তিমোহন মালিক, সিপিআই(এম)

ঘাটাল- তপন গাঙ্গুলি, (সিপিআই)

মেদিনীপুর- বিপ্লব ভট্ট, (সিপিআই)

পুরুলিয়া- বীর সিং মাহাতো, (এআইএফবি)

বিষ্ণুপুর- সুনীল খাঁ, সিপিআই(এম)

বর্ধমান পূর্ব- ঈশ্বরচন্দ্র দাস, সিপিআই(এম)

বর্ধমান দুর্গাপুর- আভাস রায়চৌধুরি, সিপিআই(এম)

বীরভূম- ডাঃ রেজাউল করিম

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*