রাজ্যের জেলাগুলিতেও ক্রমেই ছড়াচ্ছে করোনার সংক্রমণ। অন্য জেলাগুলির পাশাপাশি বীরভূমেও ক্রমেই উদ্বগ বাড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে বীরভূমে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন । বীরভূম জেলাশাসকের বাংলোর তিনজনের শরীরে মিলেছে করোনাভাইরাস। গত কয়েকদিনে তাঁদের সংস্পর্শে আসায় এবার জেলাশাসক নিজেও কোয়ারেন্টাইনে রয়েছেন।
এবার বীরভূম জেলাশাসকের বাংলোয় ছড়াল সংক্রমণ। জেলাশাসকের বাংলোয় কর্মরতদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল করোনা টেস্টের জন্য। তাঁদেরই তিনজনের শরীরে মিলেছ করোনাভাইরাস।
বীরভূমে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭৯। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ায় রীতিমতো উদ্বেগে প্রশাসন। সংক্রমণ লাগাম পরাতে তৎপরতা চলছেই।
ইতিমধ্যেই জেলার একাধিক এলাকায় র্যান্ডম টেস্ট শুরু করা হয়েছে। দ্রুত আক্রান্তদের শনাক্ত করাই এর লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন, যত তাড়াতাড়ি আক্রান্তদের শনাক্ত করা যাবে, তত দ্রুত তাঁদের থেকে অন্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করা যাবে।
এদিকে, বীরভূম জেলা প্রশাসনের তরফে করোনার সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে।
Be the first to comment