করোনায় আক্রান্ত বাম নেতা শ্যামল চক্রবর্তী, মেয়ে ঊষসী জানালেন সোশ্যাল মিডিয়ায়

Spread the love

করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী। শুক্রবার দুপুরে সেই খবর ফেসবুকে পোস্ট করে জানালেন মেয়ে ঊষসী চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন শ্যামল চক্রবর্তী। ফেসবুক পোস্টে তিনি তাঁর বাবাকে নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করেছেন। স্বাভাবিক কারণে এই বাম নেতার অসুস্থতা নিয়ে উদ্বেগে রয়েছে রাজনৈতিক মহল।

https://www.facebook.com/ushasie/posts/10158376109737209

বৃহস্পতিবারই একটি দীর্ঘ পোস্ট করে মেয়ে ঊষসী জানিয়েছিলেন ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন শ্যামল চক্রবর্তী। তিনি সেই বিষয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন। তখনও জানা যায়নি শ্যামল চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন কিনা। ঊষসী সেই সময়ে ফেসবুকে লিখেছিলেন, ‘অনেকেই সকাল থেকে বার বার ফোন করে খোঁজ নিচ্ছেন ধরতে পারিনি তাই জানাচ্ছি আমার বাবা শ্রী শ্যামল চক্রবর্তী কাল থেকে নর্থ সিটি হাসপাতালে ভর্তি। কোভিড কিনা জানা যায়নি, কারণ টেস্ট কাল হবে। তবে যেহেতু ওঁর ফুসফুসের সংক্রমণ রয়েছে।

তিনি আরও লেখেন, আমার বাবা হোলটাইমার। বাবার সূত্রে টাকা পয়সা বিষয় আশয় কিছুই আমি পাইনি। মা যেহেতু পরিবারের একমাত্র রোজেগেরে মানুষ ছিলেন উনি চলে যাবার পর বাবা বহু কষ্টেই আমায় মানুষ করেছেন। আমি সরকারি স্কুলে লেখাপড়া করতাম সেখানে মাইনে ছিল সাড়ে আট টাকা। লেখাপড়ায় খারাপ ছিলাম না তাই উচ্চশিক্ষায় অসুবিধা হয়নি। বাবার খুব ইচ্ছে ছিল মেয়ে যতই অভিনয় করুক পি এইচ ডি যেন complete করে। আগামী ১২ august আমার পি এইচ ডি-র pre submission . যাই হোক, যেটা বলার সেটা হল বাবার কাছ থেকে টাকা পয়সা বিষয় আশয় কিছু না পেলেও যেটা পেয়েছি বলা ভাল ইনহেরিট করেছি সেটা হল ওঁর লড়াই করার ক্ষমতা। Fighting Spirit. সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জেদ আর কোনও কিছু একবার শুরু করলে শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া –হাল না ছাড়া। উনি এখন লড়াই করছেন।

আমার ধারণা ওঁর fighting spirit যা আমি জন্মসূত্রে inherite করেছি, ওঁর কাছ থেকেই পেয়েছি তা ওঁকে এই যুদ্ধেও হারতে দেবে না। Isolation ward এ ঢোকা যায় না- তাই দূর থেকে বলছি ফাইট বাবা ফাইট। যাই হয়ে যাক তুমি হাল ছেড়ো না। পুনশ্চঃ শুভানুধ্যায়ী অনুরাগীরা দুশ্চিন্তা করবেন জানি। বিনীত অনুরোধ ওঁকে সরাসরি ফোন করবেন না। ওঁর বেশি কথা বলা বারণ কষ্ট বাড়বে। অক্সিজেন চললে ফোন ধরতেও পারবেন না। আমি এখানেই update দেব। যাঁরা সুদীপদা বা বিপুলদাকে শতরূপ বা প্রশান্ত নন্দী চৌধুরি কে চেনেন ওঁদের কাছ থেক জেনে নেবেন বাকিটা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*