করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ; শোকপ্রকাশ করলেন মমতা, রাজ্যপাল

Spread the love

প্রয়াত হলেন ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ। করোনা সংক্রমণ নিয়ে গত ২৪ মে থেকে হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন তিনি। আজ সকালে কার্ডিয়াক অ্যাটাক হয়ে মৃত্যু হয় তাঁর৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লেখেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ ১৯৯৮ থেকে দলের কোষাধ্যক্ষ৷ আমার ৩৫ বছরের সঙ্গী৷’

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ৮৭/আইসিএ/এনবি
তারিখঃ ২৪/০৬/২০২০

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিধায়ক তমোনাশ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্র থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হন। বিশিষ্ট সমাজসেবী তমোনাশবাবু দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান ছিলেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হল।

আমি তমোনাশ ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

                 *মমতা বন্দ্যোপাধ্যায়*

টুইটে শোকজ্ঞাপণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

https://twitter.com/jdhankhar1/status/1275646258649104386

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*