করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু টলিউডের প্রবীণ অভিনেতা অরুণ গুহঠাকুরতার। ১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল। এম আর বাঙুরে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। আগামীকাল সব নিয়ম মেনে শেষকৃত্য হবে তাঁর।
টলিউডে অভিজ্ঞ টেকনিশিয়ন, সহপরিচালক এবং অসম্ভব ভালো একজন অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন অরুণ গুহঠাকুরতা। সেই সঙ্গে তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। বহুবছর ধরে বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করে এসেছেন তিনি। এছাড়াও আরও অনেক বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কোনও দিনই খুব লাইম লাইটে আসেননি তিনি।
সাম্প্রতিক সময়ের বিসর্জন, সিনেমাওয়ালা, বসু পরিবারের মতো ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেন। কেয়ার অফ স্যার, সিনেমাওয়ালা, শব্দ, ল্যাপটপ, ছোটদের ছবি ইত্যাদিতে অভিনয় করতে দেখা দিয়েছে তাঁকে। ক্যামেরার সামনে এবং পেছনে দুটোতেই তিনি অংশ নিয়েছিলেন।
তবে সিনেমাওয়ালাতে হরির চরিত্রে তাঁর অভিনয় মনে রাখবার মতো। এই চরিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেতার পুরস্কারও পেয়েছেন। বসু পরিবারে তিনি রান্নার ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই অভিনয়ও মনে রাখবার মতো।
বিশিষ্ট অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ৯২/আইসিএ/এনবি
তারিখঃ ০৭/০৭/২০২০
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট অভিনেতা ও সহকারী চিত্রপরিচালক অরুণ গুহঠাকুরতার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৫ বছর।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিঃ সিনেমাওয়ালা, শব্দ, ল্যাপটপ, কালবেলা, মৌলভি মাস্টার ইত্যাদি। এছাড়া লাল দরজা, উড়োজাহাজ সহ বহু বিখ্যাত চলচ্চিত্রের সহপরিচালকের দায়িত্বও তিনি পালন করেছেন।
তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শূন্যতার সৃষ্টি হল।
আমি অরুণ গুহঠাকুরতার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
*মমতা বন্দ্যোপাধ্যায়*
Be the first to comment