করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষের স্ত্রীর। কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে পল্লবকান্তি ঘোষেরও।
এক বিশেষ সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন পল্লবকান্তি ঘোষের স্ত্রী। আকাঙ্খা মোড়ে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। সেখানে আইসোলেশনে ছিলেন প্রাক্তন গোয়েন্দা প্রধান ও তাঁর ছেলেও। শুক্রবার রাত থেকেই প্রবল শাসকষ্ট শুরু হয় পল্লববাবুর স্ত্রীর। অবশেষে শনিবার মৃত্যু হয় তাঁর। শনিবার রিপোর্ট আসলে দেখা যায়, করোনায় আক্রান্ত পল্লব বাবু নিজে ও তাঁর স্ত্রী। রিপোর্ট নেগেটিভ তাঁদের ছেলের।
কিন্তু রিপোর্ট আসার পর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে পল্লব বাবুর স্ত্রীর। শুরু হয় শ্বাসকষ্ট। শেষরক্ষা হয়নি আর। মৃত্যু হয় তাঁর। পল্লববাবুও অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বলে খবর।
অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতার বিশিষ্ট ক্যানসার চিকিৎসক অধ্যাপক অভিজিৎ বসুর। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি, খবর পরিবার সূত্রে। কলকাতা মেডিক্যাল কলেজ ও আরজি কর হাসপাতালে দীর্ঘদিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন অভিজিৎবাবু।
আবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খিদিরপুরের এক ব্যাংককর্মীর। গত ২৯ জুন করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন। রবিবার সকালেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শনিবারও মৃত্যু হয়েছিল কলকাতার অন্য এক ব্যাংক কর্মীর।
Be the first to comment