আজ প্রকাশিত হচ্ছে কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে টিকার জন্য বরাদ্দ করা হল ৩৫ হাজার কোটি টাকা। আরও দুটো ভ্যাকসিন আসতে চলেছে ভারতে। স্বাস্থ্য খাতের জন্য মোট বরাদ্দ ৫৪ হাজার কোটি টাকা। অর্থাৎ ১৩৭ শতাংশ বৃদ্ধি ঘটল স্বাস্থ্য খাতে। আগামী ৬ বছরে ব্যবহার হবে এই টাকা। এই টাকায় জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা হবে। এর ফলে ১৭ হাজার গ্রামে এবং শহরে বেশ কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে। যার আওতায় উপকৃত হবে ৬০২টি।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামান জানিয়েছেন, এই প্রকল্পটি প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিকাশের জন্য ছয় বছরের মধ্যে ব্যবহার করা হবে। এছাড়াও এটি নতুন রোগগুলির সনাক্তকরণ ও নিরাময়ের জন্য নতুন প্রতিষ্ঠান তৈরির লক্ষ্যে ব্যবহৃত হবে। প্রধানমন্ত্রী যোজনা আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার তত্বাবধানে থাকবে ন্যাশেনাল হেলথ মিশন। যার জন্য বরাদ্দ করা হয়েছে ৬৪ হাজার ১৮০ কোটি টাকা।
Be the first to comment