করোনা পজিটিভ অথচ উপসর্গ নেই, তাঁদের জন্য নির্দিষ্ট হল সেফ হোম নামে এক নতুন ধরন হাসপাতাল

Spread the love

যারা করোনা পজিটিভ অথচ কোনও উপসর্গ নেই এমন রোগীদের এখন থেকে আর করোনা হাসপাতালে রাখা হবে না। বদলে তাঁদের জন্য নির্দিষ্ট হল সেফ হোম নামে এক নতুন ধরনের হাসপাতালে।

ডাক্তার সুশান্ত রায় জানান, ‘‘এখানে করোনা আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন। এঁদের হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসার তেমন কিছু দরকার হচ্ছে না। কিন্তু যদি একজনও উপসর্গ যুক্ত রোগী এসে হাসপাতালে ভর্তি হন, তবে কিন্তু উপসর্গহীন রোগীদের মধ্যেই রোগের উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। তাই আমরা সরকারকে জানিয়েছিলাম উপসর্গহীন করোনা রোগীদের জন্য আলাদা হাসপাতাল করা হোক। সবুজ সংকেত আসায় এখন ব্যবস্থা নিচ্ছি আমরা।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*