করোনা পরিস্থিতিতেও ২০ শতাংশ বোনাস দেওয়া হবে চা বাগানে

Spread the love

তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থাৎ ২০১১ সাল থেকেই পুজো, উৎসব বোনাস হিসাবে মাইনের ২০ শতাংশ পেয়ে থাকেন চা বাগানের শ্রমিকরা। বামফ্রন্ট আমলে একসময় ৩ শতাংশ ও পরবর্তীতে সর্বোচ্চ ৬ শতাংশ বোনাস দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার পর চা শ্রমিকদের জন্য বেশকিছু কল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি এই উৎসব বোনাস একলাফে বেড়ে হয় ২০ শতাংশ।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২০ গত ৯ বছরের মতো এবছরও ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হল। করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন চা শ্রমিকরা একসময় ভেবেছিলেন এবারে কি বোনাস পাবো? তাঁদের সমস্ত আশঙ্কা এবং জল্পনার অবসান ঘটিয়ে ৭ অক্টোবর ২০২০-এর মধ্যে এই বোনাস দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*