ছবি ও ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
আজ বানতলা চর্মনগরীতে একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এই চর্মনগরীতে ৮০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে, যার ফলে ৫ লক্ষ কর্মসংস্থান হবে। এখানে এশিয়ার বড় লেদার হাব শুধু নয় পৃথিবীর সবথেকে বড় লেদার হাব। পৃথিবীর ৯৮% লেদার গ্লাভস এখান থেকেই তৈরি হয়। সুতরাং এটা একটা ইউনিক হাব। এখানে যেমন পুলিশ স্টেশন আছে, ফায়ার ব্রিগেডও আছে, রাস্তাও যেমন তৈরি হয়েছে, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টও আছে। আরোও দুটো হবে। এই দুটো তৈরি হয়ে গেলে পৃথিবীর বৃহত্তম কর্ম সংস্থান এই জায়গাটা থেকে তৈরি হবে। তাই আমি এই জায়গাটার আজ থেকে নতুন নাম দিলাম “কর্ম দিগন্ত।”
তিনি আরোও বলেন, এই দুটো ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে গেলে এখানে ৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বিশ্ব বাংলা কনভেনশনে আমরা বলেছিলাম প্রায় ২ লক্ষ লোকের কর্মসংস্থান হতে পারে কিন্তু তা নয়; ৫ লক্ষ লোকের কর্ম সংস্থান হবে। এবং ৮০ হাজার কোটি টাকার উপর এখানে বিনিয়োগ হতে চলেছে। কানপুরে যখন শিল্প শেষ হয়ে যাচ্ছিল তখন আমরা শিল্প করেছি। এটা খুব বড় ব্যাপার। পরিবেশকে পরিচ্ছন্ন করতে ৮টা অ্যফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে, তার মধ্যে ৪টে হয়ে গেছে ২টো নভেম্বরের মধ্যে হয়ে যাবে, বাকিটাও খুব কম সময়ের মধ্যে করে দেওয়া হবে। চামড়া পুড়িয়ে ওরা বিদ্যুৎ গ্যাস তৈরি করছে, তার থেকে বিদ্যুৎ তৈরি করছে। ১৫ মেগাওয়াট তৈরি করেছে। চামড়া থেকে ওরা লেদারের ব্যাগ, চটি, গ্লাভস ইত্যাদি তৈরি করছে। এবং পৃথিবীর সব থেকে বড় মার্কেট আগামীদিন কলকাতা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় আজকে গর্ব করার দিন। যখন সারা ভারতবর্ষে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে তখন আমরা কর্মসংস্থানে প্রাণ ফিরিয়ে দিতে পেরেছি। এর জন্য আমি বাংলার মানুষ ও কর্মী ভাইদের কাছে কৃতজ্ঞ। ভারতবর্ষে ২০১৬-১৭ সালে যেখানে ২ কোটি কর্মসংস্থান হারিয়েছে। সেখানে বাংলায় ৪০% বেকারত্ব কমে গেছে। অনেক দিন ধরে আমরা আস্তে আস্তে এই কাজ গুলো করেছি। কানপুরের মানুষরা নোটবন্দির পর আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তাই তাদের অনেকটাই স্পেশাল কনশেসনে অনেকটাই জমি দিতে পেরেছি। ‘কর্মদিগন্ত’ আগামীদিন বাংলার পালকে, বাংলার ভবিষ্যতের গৌরবের পালকে নতুন পাখা উন্মোচন করবে। এছাড়া দেউচা পাঁচামিতে আরও এক লক্ষ কর্মসংস্থান হবে। পাশাপাশি, আমরা সিলিকন ভ্যালি করছি, যেটা ১০০ একর জমি দিয়েছিলাম, ইতিমধ্যেই সব জমি বুক হয়ে গেছে। এখন আরও ১০০ একর জমি দেওয়া হয়েছে। এখানে সমস্ত বড়বড় কোম্পানিরা আসছে। এটা IT industry-এর পক্ষে একটা বিরাট ব্যাপার হবে।
পাশাপাশি এদিন অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment