কলকাতাকে ফের রাজধানী ঘোষণা করা হোক, দাবি তুললেন মমতা

Spread the love

নেতাজির জন্মদিনে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু কলকাতাই নয়, দেশের চার প্রান্ত চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন মমতা ৷ দিল্লিতেই কেন রাজধানী সীমাবদ্ধ হয়ে থাকবে, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ দেশের চারটি রাজধানীতে ঘুরিয়ে ফিরিয়ে দেশের চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি তুলেছেন মমতা ৷

মমতার প্রস্তাব অনুযায়ী কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেও একটি করে রাজধানী ঘোষণা করা হোক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা, বিহারে৷ গাঁধিজি বেলেঘাটায় এসে আন্দোলন করতেন৷ নবজাগরণ, বিধবা বিবাহ, বাল্য বিবাহের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল৷ বাংলা কোনও অবহেলা সইবে না৷ নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না৷ চার প্রান্তে চারটি রাজধানী থাকবে ৷ দিল্লিতে কী আছে? দিল্লিতে সবাই বাইরে থেকে যায়৷ দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক ৷ ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বসুক বছরে চারবার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*