২০১৯ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে কলকাতায় বিদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে। দেশের অন্যান্য মেট্রো শহরের তুলনায় এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি। বৃদ্ধির হার ১৩.৩ শতাংশ। মোট ২০.৩ লক্ষ বিদেশী এসেছে কলকাতায়।
বিদেশী পর্যটক আগমনের সংখ্যার নিরিখে বাংলা এখন দেশের মধ্যে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। মাত্র পাঁচটি রাজ্য বাংলার থেকে এগিয়ে। রাজ্য পর্যটন দপ্তরের সচিব বলেন, এই মুহূর্তে রাজ্যের জিডিপির ১২.৬ শতাংশ অংশ আসে পর্যটন থেকে। জাতীয় ক্ষেত্রে দেশের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ৪ শতাংশ।
Be the first to comment