কলকাতা বইমেলায় প্রকাশিত মুখ্যমন্ত্রীর ১৩টি বই

Spread the love

কলকাতা বইমেলায় প্রকাশিত মুখ্যমন্ত্রীর ১৩টি বই। কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৪তম বছরে নিজের লেখা নতুন ১৩টি বই পাঠকদের উপহার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮শে জানুয়ারি বিধাননগরের সেন্ট্রাল পার্কে এ বছরের বই উৎসবের সূচনা হল। তার উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রীর লেখা ওই নতুন বইগুলি আনুষ্ঠানিক প্রকাশ পেল।

বইগুলির মধ্যে ৬টি বাংলা, ৬টি ইংরেজি এবং একটি উর্দু ভাষায় লেখা। ১৪৬টি কবিতা সংবলিত একটি বইয়ের নাম ‘‌কবিতা বিতান’‌। এছাড়া অন্যগুলি হল নাগরিক, লহ প্রণাম, সবুজ বাংলা, পশ্চিমবঙ্গ বিধানসভা ও নির্বাচিত বক্তৃতামালা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*