কলেজে কলেজে এ রাজ্যে ভর্তির সময় একই জায়গায় পাওয়া যাবে কলেজগুলির যাবতীয় তথ্য। কোন কলেজে অনার্সের কী বিষয় রয়েছে, কতগুলো সিট রয়েছে, জেনারেল কোর্সে কী কী বিষয় পড়া যাবে- এসব কিছু তথ্য। সম্প্রতি রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের উদ্যোগে তৈরি হয়েছে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল।
যেখান থেকে আরও স্পষ্ট ভাবে পড়ুয়ারা ওই কলেজে ভর্তির বিষয়ে জানবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইটে লেখেন, এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে। বিশদে জানতে ক্লিক করুন: https://banglaruchchashiksha.wb.gov.in’
Be the first to comment