কাকে বাঁচাতে চাইছে প্রশাসন?’ আরজি কর কাণ্ডের ঘটনায় প্রশ্ন কলকাতা হাইকোর্টের

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

মঙ্গলবার আরজি কর কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশ এরকম ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কাকে বাঁচাতে চাইছে প্রশাসন? এবার প্রশ্ন তুললেন স্বয়ং প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, ”রাজ্যের পুলিশ, প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত”। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠলো হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে পারেন, ঘটনার পরে নির্যাতিতার পরিবারকে প্রথমে আত্মহত্যার কথা বলে খবর দেওয়া হয়। এরপর তরুণী চিকিৎসকের পরিবার হাসপাতালে এলে তাদেরকে ৩ঘন্টা বসিয়ে রাখা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আর এই ঘটনার ভিত্তিতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, সেই মামলার শুনানিতেই এদিন হাইকোর্টের তরফে বলা হয়, টানা ডিউটি করে ওই নির্যাতিতা বিশ্রাম করছিল। তাঁর ওপর নারকীয় অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। অথচ পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*